ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামও স্বাভাবিক!

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামও স্বাভাবিক! কারওয়ানবাজারের খুচরা মাছের বাজারে ওঠা ইলিশ; ছবি- শাকিল

ঢাকা: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরতে জাল নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। ইলিশ ধরাও পড়ছে প্রচুর। ফলে রাজধানীর মাছের আড়তগুলোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে ইলিশ বাজারে থাকায় দামও কিছুটা স্বাভাবিক বলছেন বিক্রেতারা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারের পাইকারি মাছের আড়ত ও খুচরা বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

ইলিশের সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী, ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, ৭৫০ গ্রাম ইলিশ প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১১০০ টাকায় ও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ জোড়া বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়।

এছাড়া কারওয়ানবাজার এদিন দেড় কেজি ওজনেরও পদ্মার ইলিশ মাছ পাওয়া যায়। দেড় কেজি ওজনের ইলিশ মাছের দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা ৩ হাজার টাকা।

ইলিশ মাছের সররাহ ও দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা নদীতে আবারও ইলিশ ধরতে নেমেছে। অন্যদিকে নদীতে ইলিশ মাছও ধরা পড়ছে প্রচুর। ফলে বাজারে প্রচুর ইলিশ মাছের সরবরাহ রয়েছে।

কিন্তু অনেক ক্রেতাদের অভিযোগ করে বলছেন, সরবরাহ অনুযায়ী মাছের দাম খুব বেশি কমেনি। মাছের দাম স্বাভাবিক বলা হলেও সরবরাহ অনুযায়ী দাম আরও কমতে পারতো বলে ক্রেতারা জানিয়েছেন।

অন্যদিকে অনেক বিক্রেতারা দাম সম্পর্কে বলেন, এখন যে সব ইলিশ মাছ ধরা পড়ছে তা আকারে ছোটো। বাজারে এখন যে সব বড় ইলিশ পাওয়া যাচ্ছে তা নিষেধাজ্ঞার আগে ধরা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন এসব মাছ বাজারে আসছে।  

কারওয়ান বাজারের ইলিশ মাছের খুচরা বিক্রেতা আক্তার বাংলানিউজকে বলেন, বাজারে মাছ প্রচুর রয়েছে। সপ্তাহখানেক এই অবস্থায় চলবে ইলিশের বাজার। ক্রেতাদের হাতে রূপালী ইলিশ তুলে দিতে পেরে আমরাও অনেক খুশি।

বাজারের আরেক ইলিশ মাছের খুচরা বিক্রেতা মিজান বাংলানিউজকে বলেন, দাম স্বাভাবিক রয়েছে। নতুন ধরা ইলিশের সাইজ তেমন বড় না। তাই আগের ধরা ইলিশ মাছ কিছুটা বড় বলে দামও কিছুটা বেশি।

কারওয়ান বাজারে ইলিশ মাছ কিনতে আসা ক্রেতা ইভান বাংলানিউজকে বলেন, এক জোড়া রূপালী ইলিশ কিনেছি ১৩০০ টাকা দিয়ে। বাজারে ইলিশ মাছ প্রচুর রয়েছে তবে দাম কিছুটা কমলে সব শ্রেণীর ক্রেতারা ইলিশ কিনতে পারত।

আবার অনেক বিক্রেতা অভিযোগ করে বলছেন, নিষেধাজ্ঞার সময়ও দেশের বিভিন্ন জায়গায় অনেক মা ইলিশ ধরা পড়েছে। সেই সময়ের ধরা ডিমওলা ইলিশ মাছ এখন বাজার আনছেন কিছু বিক্রেতা।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১৭
এমএসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।