ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবি’তে শেষ দিনে জমজমাট এক্সপো প্রদর্শনী

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আইসিসিবি’তে শেষ দিনে জমজমাট এক্সপো প্রদর্শনী আইসিসিবি’তে শেষ দিনে জমজমাট এক্সপো প্রদর্শনী/ছবি: সুমন শেখ

ঢাকা: দেশি, বিদেশি গ্রাহক ও ক্রেতাদের পদচারণায় শেষ দিনে জমজমাট আন্তর্জাতিক কন-এক্সপো, সেফটি, ওয়াটার, সোলার, পাওয়ার ও রিয়েল এস্টেট প্রদর্শনী।  

শনিবার (২৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীতে গিয়ে এ চিত্র দেখা গেছে।  

প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

এতে বিশ্বের ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে শনিবার (আজ) রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে ‘এনআর জাপান বিডি লিমিটেড’ এর স্টলে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এগিয়ে গিয়ে জানা গেল, প্রদর্শনী উপলক্ষে গাড়ি বুকিং দিলে প্রতিষ্ঠানটি ১০-২০ হাজার টাকা ছাড় দিচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার মোহাম্মদ এ কে আজাদ বাংলানিউজকে বলেন, প্রদর্শনীতে আমাদের আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।  ২০ লাখ টাকার মধ্যে গাড়ি কিনলে  ১০ হাজার আর ২০ লাখের বেশি হলে ২০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। প্রদর্শনীতে ২০টির বেশি গাড়ি তাদের বুকিং হয়েছে।  

...স্টলটিতে কথা হয় ক্রেতা শফিউর রহমানের সঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, কোম্পানিটি সরাসরি জাপান থেকে গাড়ি আমদানি করে। জাপানের অকশনে তাদের নামও আছে। ফলে আমাদের চাহিদা মতো জাপানি গাড়ি তারা দিতে পারবে বলে আশ্বস্ত করেছে। এজন্য তাদের শো-রুমে গিয়ে পছন্দ মতো গাড়ি কিনব বলেও তিনি জানান।

প্রদর্শনীতে ইউএস-বাংলা অ্যাসেটস এর স্টলেও রয়েছে ভিড়। কথা হয় গ্রাহক নাজিম আলীর সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, প্রদর্শনীতে প্লট বুকিং দিলেই বিদেশ সফর। তবে এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে, যেখানে প্লট কিনব সেখানে কি ধরনের সেবা পাবো। আর সেটাই হচ্ছে একজন গ্রাহকের সবচেয়ে বড় সুবিধা। এদিকে পূর্বাচল আমেরিকান সিটিতে একজন নাগরিকের যা প্রয়োজন সেটাই আছে বলে জানানো হচ্ছে। তবে সরাসরি প্লট না দেখে কোনো সিদ্ধান্ত নেব না। ইউএস বাংলা অ্যাসেটস যা বলছে, তাই যদি সত্যি তাহলে তাহলে তো প্লট বুকিং দেব।
 
এ  বিষয়ে ইউএস-বাংলা অ্যাসেটস এর সহকারী ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন বলেন, আমাদের প্লট বুকিং দিলেই বিদেশ সফরের সুযোগ। পাশাপাশি এককালীন মূল্য পরিশোধেও রয়েছে ২৫ শতাংশ ছাড়। আর কাঠা প্রতি প্লটের মাসিক কিস্তি সর্বনিম্ন ৭ হাজার ৪১৬ টাকা।  

প্রদর্শনীতে সাড়া কেমন পেলেন জানতে চাইলে বলেন, বেশ সাড়া পেয়েছি। আমাদের বেশ কয়েকটি বুকিং ও হয়েছে। অপরদিকে প্রদর্শনীর স্থান হিসেবে আইসিসিবিকে ধন্যবাদ দেন। কেননা গ্রাহকরা এখানে এসে ঘুরে ফিরে প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।