ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়ন সংস্থার পরিধি বাড়লে সমস্যাও আছে: মতিয়া চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
উন্নয়ন সংস্থার পরিধি বাড়লে সমস্যাও আছে: মতিয়া চৌধুরী বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উন্নয়ন সংস্থাগুলো অবশ্যই সমাজের উন্নয়নে অবদান রাখছে। কিন্তু যদি তাদের কার্যক্ষেত্র বড় হয়, তাতে সমস্যাও সৃষ্টি হয়। এ কথাটা সবারই মাথায় রাখা দরকার।

রোববার (২৯ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ছয়দিন ব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মতিয়া চৌধুরী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সরকারের কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা কিছুর মালিক হয়ে আবার তিনি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।


 
সরকার ভুল করলে তিনি বলতে পারতেন। কিন্তু তা না করে আপনি সারা পৃথিবীতে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছেন। যাতে পদ্মাসেতুতে অর্থায়ন না হয়। তার জন্য আপনি প্রাণপন চেষ্টাও করেছেন। আর তার ফলাফল শূন্য। পদ্মাসেতু আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কাজেই সরকার কতবড় চ্যালেঞ্জ নিতে পারে তা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন।
 
পিকেএসএফ’র কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, দেশে ইউনিয়নের সংখ্যা চার হাজারের অধিক। পিকেএসফ’র কার্যক্রম চলছে মাত্র ১৫৩টি ইউনিয়নে।
 
কৃষিমন্ত্রী বলেন, শিশু কিশোর, বৃদ্ধ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্নভাবে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
 
আমি আশা করবো, বহুমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে, টেকসই উন্নয়নের মাধ্যমে সরকারের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে ভবিষ্যতেও কার্যক্রম অব্যহত রাখবে পিকেএসএফ।

উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সরকারকেও গণমুখি হতে হবে। সরকার গণমুখি না হলে উন্নয়ন বেশি দূর এগুতে পারবে না।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।