ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে আয়কর মেলা শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সিলেটে আয়কর মেলা শুরু বুধবার

সিলেট: দেশের মধ্যে সেরা হয়েছে সিলেট কর অঞ্চল। করদাতা-গ্রহীতাদের সেতুবন্ধন সিলেট কর অঞ্চলকে এনে দিয়েছে সেরা হওয়ার এমন সম্মান। এই সম্মান বয়ে আনার নেপথ্যে রয়েছে কর কর্মকর্তা-কর্মচারিদের নিরলস প্রচেষ্টা ও করদাতাদের উৎসাহ। 

শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ২শ’ কোটি টাকা কর আদায় লক্ষ্যমাত্রা তাড়া করে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। এ অবস্থায় বুধবার (১ নভেম্বর) থেকে নগরীর আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী আয়কর মেলা।

সিলেট কর অঞ্চলের ব্যবস্থাপনায় বিভাগীয় শহর সিলেটে মেলা চলবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

সেই সঙ্গে জেলা পর্যায়ে হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে হবে চারদিন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুইদিন এবং আরও ৫টি উপজেলায় একদিন করে মেলা অনুষ্ঠিত হবে।  

জেলা পর্যায়ে ২ থেকে ৫ অক্টোবর মৌলভীবাজার ও সুনামগঞ্জে একযোগে মেলা চলবে। মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে মেলার আয়োজন করা হবে।

৪ থেকে ৭ অক্টোবর হবিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলা থেকে চারদিনে ১২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  

গোলাপগঞ্জ কর অফিসে ৫ ও ৬ অক্টোবর দু’দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এ দু’দিন কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  

পাশাপাশি ভ্রাম্যমাণ মেলা হবে ৫ উপজেলায়। এর মধ্যে ২ অক্টোবর মাধবপুর, ৪ অক্টোবর বালাগঞ্জ ও ৬ অক্টোবর শ্রীমঙ্গল, ফেঞ্চুগঞ্চ ও ছাতকে অনুষ্ঠিত হবে। একদিনে এই ৫ উপজেলা থেকে কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এমন তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট কর অঞ্চলে মেলা থেকে এবার ৪৭ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নভেম্বর পর্যন্ত ২শ’ কোটি টাকা কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, আশাবাদি তিনি।

সাত দিন ব্যাপী মেলায় সিলেট বিভাগীয় শহর সিলেট থেকে ৩৩ কোটি, চার উপজেলা থেকে ১২ কোটি এবং ৬টি উপজেলায় মেলা থেকে ২ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানান তিনি।

কর কমিশনার বলেন, এবার মেলায় করদাতাদের উৎসাহের খোরাক যোগাতে ও সেবা দিতে নেওয়া হয়েছে নিত্য-নতুন পরিকল্পনা। সেবা গ্রহীতাদের জন্য টেবিলে প্লেটে সাজিয়ে রাখা হবে চকলেট। নিজের ইচ্ছেমতো চকলেট নিতে পারবেন সেবাগ্রহীতারা। সেই সঙ্গে গাড়িতে লাগানোর জন্য ‘আমি একজন গর্বিত করদাতা’ স্টীকার পাবেন মেলায়।

গত বছর ‘ট্যাক্স ইউথ টি‘ স্লোগান ছিল। এবার কর মেলায় স্লোগান হচ্ছে-‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’। এবার মেলায় করদাতাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। করদাতারা এই কাড ব্যবহার করলে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।  

২০১৭-১৮ অর্থবছরে (জুলাই’১৬-জুন’১৭) সিলেট কর অঞ্চল ৭২৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। নভেম্বর পর্যন্ত ২শ’কোটি টাকা কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। যেখানে এই সময়ের মধ্যে গতবছর সিলেটে কর আদায় হয়েছিল ৩৬ কোটি টাকা।

কর কমিশনার জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সিলেট কর অঞ্চল থেকে ১২২ দশমিক ১১ কোটি টাকা কর আদায় হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

২০১৬-১৭ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪শ’ কোটি টাকা। বছর শেষে আদায় হয়েছে ৫শ’ ১ কোটি টাকা। এবার সেই লক্ষ্যমাত্র ৭২৫ কোটি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।