ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজের দাম আড়তে কমছে, দোকানে বাড়ছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
পেঁয়াজের দাম আড়তে কমছে, দোকানে বাড়ছে! পেঁয়াজের আড়ৎ-ছবি-জিএম মুজিবুর

ঢাকা: পেঁয়াজের আগুন এখনও আছে বাজারে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে এখনই দাম কমার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে আড়ৎ এবং গোডাউনে গত রোববার (২৯ অক্টোবর) পেঁয়াজের দাম কেজি প্রতি ২ টাকা কমেছে। অন্যদিকে খুচরা বাজারে গত দুইদিনে পেঁয়াজের দাম ৮০ টাকা থেকে এখন ৮৫ টাকায় লাফ দিয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর পাইকারি বাজারের আড়ৎ কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, পেঁয়াজের দাম এখনও বাড়তি। তবে গত রোববার বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম কমেছে কেজি প্রতি ২ টাকা।

পেঁয়াজ বিক্রেতা খালেক গণমাধ্যমের ওপরও কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মিডিয়ায় অতিরিক্ত প্রচারের ফলে এখন ক্রেতাও কমে গেছে। আবার দামও সেই অনুযায়ী কমেনি। ফলে পাইকারি বিক্রেতারা রয়েছেন বিপাকে।  

তিনি বলেন, গত ২৯ অক্টোবর রোববার রাতে নতুন পেঁয়াজ আসে বাজারে। এর আগে এক কেজি দেশি পেঁয়াজ আমরা ৭৬ থেকে ৭৮ টাকায় বিক্রি করতাম। এখন বিক্রি করছি ৭২ থেকে ৭৬ টাকায়। গড়ে কেজি প্রতি ২ টাকা দাম কমেছে।  

পেঁয়াজের আড়ৎ-ছবি-জিএম মুজিবুরভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৫৬ টাকা করে কিনে ৬০ টাকা বিক্রি করছেন বলে জানান বিক্রেতা সুজাত। তিনি বলেন, বেপারিরাও দাম বাড়ায়নি। বর্ডারেই বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ। বর্ডারে পেঁয়াজের দাম কমলেই বাজারে দাম কমবে।  

এদিকে শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় কাঁচাবাজার এবং মুদির দোকানে পেঁয়াজের দাম বেড়েই চলেছে।  

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা কাঁচাবাজারে মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, গেলো রোববার যেখানে পেঁয়াজ কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হতো, এখন তা ৮৫ টাকায় বৃদ্ধি পেয়েছে।  

পেঁয়াজের আড়ৎ-ছবি-জিএম মুজিবুরআড়তে দাম কমলেও, খুচরা বিক্রিতে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা সুবের আলী বলেন, পাইকারি বাজারের দামের পর আমাদের ভ্যান ভাড়া রয়েছে। সেটাও যোগ করতে হয়। আর এখনও দাম কিছুটা অস্থির। পাইকারি বাজারে দুই দিনের জন্যে দুই টাকা দাম কমলেই তার প্রভাব পড়বে না।  

তবে দাম বৃদ্ধি হবে কেন? উত্তরে তিনি বলেন, দামটা এখন অস্থির। সবাই লাভে বিক্রি করতে চাইছেন।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।