ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অক্টোবরে রেমিট্যান্স আয় বেড়েছে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
অক্টোবরে রেমিট্যান্স আয় বেড়েছে 

ঢাকা: চলতি অর্থবছরের অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে। এ মাসে দেশে প্রবাসীদের পাঠানো ১১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের সেপ্টেম্বরের তুলনায় ৩০ কোটি ডলার বা ৩৫ শতাংশ বেশি। 

সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, অক্টোবরের রেমিট্যান্স গেল অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় ১৫ কোটি ডলার বা সাড়ে ১৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ কোটি ডলার বা ৭ শতাংশ বেড়েছে।  

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। আর অক্টোবরে এসেছে ১১৫ কোটি ৯০ লাখ ডলার। মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুসহ বাড়তি কেনাকাটার কারণে আগস্ট মাসে বেশি রেমিট্যান্স এসেছিল।  

আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৪৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪২৫ কোটি ৬৭ লাখ ডলার। সেই হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় ৬ দশমিক ৮৯ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দু’টির মাধ্যমে এসেছে ১ কোটি ৫ লাখ ডলার।  

এছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবরে ৮৫ কোটি ১১ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৩০ লাখ ডলার।
 
পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ দেশে রেমিট্যান্স আসে এক হাজার ২৭৬ কোটি ডলার। যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিটেন্স আসে এক হাজার ৪৯৩ কোটি ডলার।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।