ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নওগাঁয় আয়কর মেলা শুরু নওগাঁয় আয়কর মেলার শুরু

নওগাঁ: জনগণকে কর দিতে উৎসাহী করতে নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়কর মেলা-২০১৭। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নওগাঁ সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের আয়োজন রেস্টুরেন্টে এ মেলার উদ্বোধন করেন।

উপ কর কমিশনার সার্কেল ৩, ৪ ও ৫-নওগাঁ এ মেলার আয়োজক।

এতে সভাপতিত্ব করেন সরকারি কর কমিশনার সার্কেল-১ মো. উৎপল হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল ও নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু।  

বক্তারা বলেন, সামাজিক দায়িত্ব হিসেবে সবাইকে আয়কর দিতে হবে। সবাই মিলে কর দিলে দেশ আরো সামনে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।