ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নোয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
নোয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

নোয়াখালী: ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, আয়কর দিব হেসে, দেশকে ভালবেসে’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।

কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কর কমিশনার শফিউল ইসলাম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের ডেপুটি কমিশনার মেহেবুব হক, নোয়াখালী পৌর বর্ণিক সমিতির সভাপতি একেএম সাইফ উদ্দিন সোহান, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি মো. হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আ স ম মহিউদ্দিন চৌধুরী, চৌমুহনী কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতন লাল সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।