ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বান্দরবানে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
বান্দরবানে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

বান্দরবান: ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর অঞ্চল-২ চট্টগ্রামের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুগ্ন কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, ভারপ্রাপ্ত পৌর মেয়র দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ।

টিআইএন, রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন ও কর বিষয়ে বিভিন্ন সেবায় ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হবে এ মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। ৫ নভেম্বর এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।