ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটিতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রাঙামাটিতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর আয়োজনে বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া (বেলাল)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর্মকর্তা আইসি মং মারমা। পরিচালনা করেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর ইন্সপেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল আউয়াল মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

মেলার উদ্বোধন শেষে ফিরোজা বেগম চিনু ও বিশিষ্ট ব্যবসায়ী মো. লোকমান হাকিম আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুজ্জামান হাতে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।

এবারের মেলায় সোনালী ব্যাংকের বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।

মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অনুসৃত নীতি অনুযায়ী রিটার্ন দাখিলকারী করদাতাদের ট্যাক্স কার্ড, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। মেলা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।