ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় কর মেলার তৃতীয় দিনে আদায় ২৪ লাখ টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খুলনায় কর মেলার তৃতীয় দিনে আদায় ২৪ লাখ টাকা  খুলনার কর মেলায় চলছে কর আদায়/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনার আয়কর মেলার তৃতীয় দিনে জমা পড়েছে ২৪ লাখ ৬৩ হাজার ১৭৫ টাকার আয়কর। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৩৬১ জন।

শুক্রবার (৩ নভেম্বর) খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানান। তিনি বলেন, এদিন মেলায় রিটার্ন দাখিল করেছেন ৬শ ৫৪ জন গ্রাহক।

৩১ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন।

কর কমিশনার আরও বলেন, আয়কর দেওয়ার ক্ষেত্রে অতীতে যে ভীতি ছিল তা অনেকটা কেটে গেছে। আয়কর বিভাগ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, তাও ধীরে ধীরে কাটছে। এ কারণে সাধারণ মানুষ আয়কর দিতে উৎসাহ দেখাচ্ছেন।

বয়রা কর ভবন প্রাঙ্গণে আয়োজিত করমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে ৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।