ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চা ক্লিনিং মেশিন আনলো শ্রীনাথ ফেব্রিকেশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
চা ক্লিনিং মেশিন আনলো শ্রীনাথ ফেব্রিকেশন  শ্রীনাথ ফেব্রিকেশন/ছবি: মিথুন

ঢাকা: ভারতীয় ফুড প্রসেসিং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ কোম্পানি শ্রীনাথ ফেব্রিকেশন প্রথমবারের মতো বাংলাদেশে আনলো চা পাতা ক্লিনিং মেশিন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্লিনিং মেশিনটি দেশীয় চা কারখানার চাহিদা অনুযায়ী তৈরি। স্বল্প খরচে বাংলাদেশি চা কারখানার মালিকরা এই ক্লিনিং মেশিনটি ব্যবহার করতে পারবেন।
    

শুক্রবার (২ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি’বি) চলমান তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী ‘ইন্ডি-বাংলাদেশ’-এ শ্রীনাথ ফেব্রিকেশনের স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।

ভারতের বাণিজ্য উন্নয়ন সংস্থা ইইপিসি (ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল), ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ইন্ডি-বাংলাদেশ প্রদর্শনী আয়োজিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) প্রদর্শনী শেষ হবে।

শ্রীনাথ ফেব্রিকেশনের স্টল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বের বিভিন্ন চা প্রস্তুতকারী কোম্পানিগুলোর নতুন চাহিদা একই ক্লিনিং মেশিন দিয়ে যেন বিভিন্ন রকমের চা পাতা তৈরি করা যায়। কোম্পানিগুলোর এ চাহিদা মাথায় রেখে শ্রীনাথ ফেব্রিকেশনের টি ক্লিনিং তৈরি করা হয়েছে। বাগান থেকে চা-পাতা তোলার পর প্যাকেজিং করার আগে পর্যন্ত সব কাজ এই মেশিনে সম্পন্ন হয়।

তারা আরও জানান, এই ক্লিনিং মেশিনে চা-পাতার মান অনুযায়ী কয়েক ভাগে বিভক্ত হয়ে বের হয়। ফলে খুব সহজে মান অনুযায়ী চা পাতা প্যাকেজিং করতে পারবে প্রস্তুতকারীরা। এতে পণ্যের গুণগত মান বজায় থাকার শতভাগ নিশ্চয়তা থাকে।

এছাড়া মেশিনটি ব্যবহারে জ্বালানি সাশ্রয় হয় যে কোনো কোম্পানির টি ক্লিনিং মেশিনের থেকে।  

এ বিষয়ে শ্রীনাথ ফেব্রিকেশনের কর্মকর্তা টি কে রাজেস্বারান বাংলানিউজকে বলেন, বাংলাদেশের চা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অনেক এগিয়েছে। বাংলাদেশে আমরা যেহেতু আমাদের পণ্যের চাহিদা তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে ক্রেতাদের জন্য আমরা সর্বোচ্চ মূল্যছাড় দেওয়ার চেষ্টা করবো। তবে তা অবশ্যই হবে আলাপ-আলোচনার মাধ্যমে।

প্রদর্শনী শেষে ওয়েবসাইটে থাকা আইডিতে মেইল করেও মেশিনের অর্ডার করা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।