ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলার তৃতীয় দিনে ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
আয়কর মেলার তৃতীয় দিনে ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায়

ঢাকা: আয়কর মেলার তৃতীয় দিন সারাদেশে ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার আয়কর আদায় করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, তৃতীয় দিনে আয়কর মেলায় ১ লাখ ৬৪ হাজার ২৫২ জনের সেবা  নিয়েছে ও ৩৯ হাজার ৬৭২টি রিটার্ন দাখিল করেছেন।

২০১৬ সালের একই দিন সারাদেশে ২২৭ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার আয়কর আদায়, ১ লাখ ৪৩ হাজার ২৫৩ জনের সেবা গ্রহণ ও ২৪ হাজার ৮৬৪টি রিটার্ন দাখিল করেন।

আর তিন দিনে ঢাকাসহ সারাদেশে ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার আয়কর আদায়, ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জনের করসেবা গ্রহণ ও ১ লাখ ১০ হাজার ৬৪টি রিটার্ন দাখিল করেছেন।

আরও জানা যায়,  সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৭ এর তৃতীয় দিনে ঢাকাসহ দেশের ৫৫টি জেলা, ৫টি উপজেলাসহ ৬০ স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। প্রথমবারের মতো করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড’ এবং ‘ট্যাক্সপেয়ার’ স্টিকার দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আয়কর মেলায় ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেওয়া হচ্ছে। আয়কর রিটার্ন দাখিল করার পরপরই কোনো করদাতা প্রাপ্তি স্বীকারপত্র ইনকাম ট্যাক্স আইডি কার্ড বুথে জমা দেওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২০টি বুথ থেকে যেকোনো করদাতাকে এ স্মার্ট দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, আয় করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে ১৩টি শাটল চলাচল করছে। আয়কর অফিসে না এসে যেকোন জায়গা থেকে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য দেওয়া হচ্ছে ইউজার আইডি ও পাসওয়ার্ড।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।