ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটির দিনে জমে উঠেছে আয়কর মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ছুটির দিনে জমে উঠেছে আয়কর মেলা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আয়কর ও রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিনে বিপুল উৎসাহে আয়কর জমা দিতে আসছেন করদাতারা। আয়কর মেলার চতুর্থ দিনেও তাই তাদের পদচারণায় মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অষ্টমবারের মতো চলছে সপ্তাহব্যাপী এ আয়কর মেলা।

প্রথম তিনদিনের মতোই শনিবারও (০৪ নভেম্বর) সকাল দশটার আগে থেকেই করদাতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর নাগাদ জনসমাগম আরও বেড়েছে।

এবারের মেলার বাড়তি আকর্ষণ করদাতাদের ট্যাক্স আইডি কার্ড। কর দেওয়ার পর যা হাতে পেয়ে খুশি করদাতারা।

ট্যাক্স আইডি কার্ড পাওয়া বেসরকারি চাকরিজীবী হুমায়ূন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘‌ছুটির দিনে মনে হয়েছিলো, ভিড় কম হবে। কিন্তু এসে দেখি, অনেক ভিড়। তারপরও সব মিলিয়ে ১০ মিনিটেই সব কিছু হয়ে গেছে। ডিজিটাল ট্যাক্স কার্ড পেয়ে আমি ভীষণ খুশি’।

সরকারি চাকরিজীবী রাশেদ হাসান বলেন, ‘আয়কর মেলায় কোনো ভোগান্তি নেই। আগে অন্যকে দিয়ে কাজগুলো করাতে হতো। মেলায় অনেকগুলো বুথ থাকায় যেকোনো বুথে গিয়েই সেবা মিলছে। ফলে ভোগান্তি দূরে থাক, সেবা পেয়েই আমরা খুশি’।  

প্রথমবারের মতো ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড’ পাচ্ছেন করদাতারা।  ছবি: বাংলানিউজএদিকে আয়করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা দিতে রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে ১৩টি শাটল চলাচল করছে। আয়কর অফিসে না এসে যেকোনো জায়গা থেকে অনলাইনে রিটার্ন দাখিলে দেওয়া হচ্ছে ইউজার আইডি ও পাসওয়ার্ড।

মেলার প্রথম তিনদিনে ঢাকাসহ সারাদেশে ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার আয়কর আদায় হয়েছে। ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জন করসেবা গ্রহণ ছাড়াও রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ১০ হাজার ৬৪ জন।

চতুর্থ দিনে ঢাকাসহ দেশের ৫৫টি জেলা ও ৫টি উপজেলাসহ ৬০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারই প্রথমবারের মতো প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড’ ছাড়াও ‘ট্যাক্সপেয়ার’ স্টিকার দেওয়া হচ্ছে। আয়কর রিটার্ন দাখিলের পর প্রাপ্তি স্বীকারপত্র ইনকাম ট্যাক্স আইডি কার্ড বুথে জমা দেওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২০টি বুথ থেকে এ স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।