ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা করমেলায় মানুষের ঢল, ৬ষ্ঠ দিনে আদায় ৫ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
খুলনা করমেলায় মানুষের ঢল, ৬ষ্ঠ দিনে আদায় ৫ কোটি খুলনা করমেলায় ৬ষ্ঠ দিনে আদায় ৫ কোটি/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলার ৬ষ্ঠ দিনে করদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকেই করদাতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ৬ষ্ঠ দিনে রেকর্ড পরিমাণ করও আদায় হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে ৫ কোটি ১০ লাখ ১৫ হাজার ৩৬০ টাকার আয়কর। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৪ হাজার ২১৩ জন।

কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন মেলায় রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৯ জন গ্রাহক। ১২৬ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন।

খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নাসের মো. মাহবুবুজ্জামান বাংলানিউজকে বলেন, এবারের কর মেলার এসে ৬ষ্ঠ দিনে রেকর্ড ভঙ্গ হয়েছে। শেষের দিকে বড় বড় করদাতারা কর জমা দেন বলে আদায় বেশি হয়।

খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় বাংলানিউজকে বলেন, দিনভরই করদাতারা রিটার্ন জমা দিয়েছেন। করদাতাদের সাহায্য-সহযোগিতায় আমাদের সহকর্মীরাও সেবা দিয়ে যাচ্ছেন। এবারের মেলায় মানুষের চাপ দেখে আমরা অভিভূত। তাছাড়া মেলায় আসা করদাতাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবাও দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, প্রতি বছর মেলা হওয়ার কারণে মানুষের মধ্যে করভীতি কেটে গেছে।
 
বয়রা কর ভবন প্রাঙ্গণে আয়োজিত করমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে ৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।