ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুরস্কৃত হচ্ছেন সিলেটের চার ‘কর বাহাদুর পরিবার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
পুরস্কৃত হচ্ছেন সিলেটের চার ‘কর বাহাদুর পরিবার’ আয়কর মেলায় আসা দর্শনার্থীরা- ছবি: বাংলানিউজ

সিলেট: আয়কর দিতে অনীহা এমন লোক সমাজে বিদ্ধমান এখনো! এটাকে রাষ্ট্রের চাপিয়ে দেওয়া বাড়তি ঝামেলা মনে করে তথ্য গোপন করতেন অনেকে। বিরত থাকতেন আয়ের বিপরীতে কর প্রদানে। 

এখন সময় পাল্টেছে। আয়ের বিপরীতে কর দিয়ে সম্মানিত হচ্ছে মানুষ।

কর দেওয়া যেনো হয়ে ওঠেছে সম্মান ও গৌরবের। কর দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে ও করদাতাদের আরো উৎসাহিত করতে সাত দিনব্যাপী মেলায় ‘সেলফি কর্ণার’ করেছে সিলেট কর অঞ্চল। যেনো গৌরব করেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেন- ‘আমি একজন গর্বিত করদাতা। ’ 

ব্যক্তি বিশেষ ছাপিয়ে যখন কোনো পরিবারের সব সদস্য রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে নিভৃতচারি হিসেবে আয়ের ওপর কর দিয়ে যান, পরিবারের সবাই কর প্রদানে উৎসাহিত হন। তখন তাকে কর ‘বাহাদুর পরিবার’ বলা শ্রেয়।  

সেইসব করদাতা পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ আখ্যা দিয়ে এবার সম্মাননা দিচ্ছে সিলেট কর অঞ্চল। ব্যতিক্রমী এই প্রথা এবারই প্রথম সিলেটে মেলা থেকে চালু করলেন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।  

তিনি বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান ক্যাটাগরির পাশাপাশি এবার রাষ্ট্রের উন্নয়নে কর দিয়ে ভূমিকা রাখা পরিবারের সদস্যদের প্রতিবছর সম্মাননা জানানো হবে। এতে পরিবার কেন্দ্রিক আয়কর দেওয়ার প্রবণতা স্রেফ মানসিকতায় পরিবর্তন হবে- মনে করেন কর কমিশনার।  

এবার সিলেটে প্রথম বারের মতো ‘কর বাহাদুর পুরস্কার-২০১৭ পাচ্ছেন চারটি ব্যবসায়িক পরিবার। সেসব পরিবারকে বাছাই করে সিলেট কর অঞ্চল থেকে কর বাহাদুর পুরস্কার ও সম্মাননা দেওয়া হচ্ছে।  

এবার সিলেটে কর বাহাদুর পরিবারের পুরস্কার পাচ্ছেন ফয়েজ ফেরদৌস ও তার পরিবার। মৌলভীবাজারের মো. মতলিব খান ও তার পরিবার, হবিগঞ্জে সুখলাল সূত্রধর ও সুনামগঞ্জে মো. আজিজুর রহমান ও তার পরিবার।  

সিলেটে কর বাহাদুর ফয়েজ ফেরদৌস ছাড়াও তার পরিবারে করদাতারা হচ্ছেন ফালাহ উদ্দিন আলী আহমদ, ফখরুদ্দিন আলী আহমদ, সালাহ উদ্দিন আলী আহমদ, ফখরুল জান্নাত, মিসেস সুলিনা আক্তার জায়গীরদার, মিসেস সুলতানা ফেরদৌস, ফাতেমা জান্নাত চৌধুরী ও মাখরুস সালেহীন নাহিয়ান।  

মৌলভীবাজারে মতলিব খান ছাড়াও তার পরিবারের জব্বার খান, মহরাম খান ও ফজল খান কর প্রদান করেন।  

সুনামগঞ্জে আজিজুর রহমান ছাড়াও তার পরিবারের মধ্যে রয়েছেন রাবেয়া আক্তার, ইমতিয়াজ রহমান, ফাহমিদা রহমান, ফারজানা হক।

হবিগঞ্জে সুখলাল সূত্রধর ছাড়াও তার পরিবারের মধ্যে রয়েছেন সুবিনয় সূত্রধর, দুলাল সূত্রধর ও কানন বালা সূত্রধর।  

মঙ্গলবার (০৭ নভেম্বর) মেলার সমাপনী দিনে এসব পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়েছেন সিলেটের উপ কর কমিশনার কাজল সিংহ।  

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনইউ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।