ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশাল বিভাগের ৫৫ করদাতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বরিশাল বিভাগের ৫৫ করদাতাকে সম্মাননা বরিশাল বিভাগের ৫৫ করদাতাকে সন্মাননা

বরিশাল: বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি এলাকার এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ৫৫ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর অঞ্চল বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এতে বিশেষ অতিথি ছিলেন- বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে জেবুন্নেছা আফরোজ বলেন, দেশ উন্নয়নে কর দেওয়ার বিকল্প নেই। দিনে দিনে কর প্রদানকারীর সংখ্যা বেড়েই চলছে। তার মানে মানুষের এখন কর না দেওয়ার প্রবণতা কমে গেছে।  

বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি কপোরেশন এলাকার প্রতিটিতে সর্বোচ্চ করদাতা তিনজন, দীর্ঘ মেয়াদি করদাতা দুইজন, সর্বোচ্চ নারী করদাতা একজন, ৪০ বছরের নিচে তরুণ করদাতা একজন করে মোট ৪৯ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়া ৬ জেলার ৬টি ‘কর বাহাদুর’ পরিবারকে সন্মননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়, যাদের পরিবারের প্রত্যেক সদস্য কর দেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।