ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় সেরা করদাতা ৭৭, কর বাহাদুর ১০ পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
খুলনায় সেরা করদাতা ৭৭, কর বাহাদুর ১০ পরিবার প্রতীকী ছবি

খুলনা: বিভিন্ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের ৭৭ জন করদাতা ও ১০টি পরিবারকে দেওয়া হবে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা। 

বুধবার (৮ নভেম্বর) সারা দেশে এ সম্মাননা দেওয়া হলেও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের খুলনায় অবস্থানের কারণে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ সম্মাননা দেওয়া হবে।  

খুলনা কর অঞ্চলের উদ্যোগে সকাল ১০টায় সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থেকে সম্মাননা দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করবেন খুলনা কর অঞ্চলের কমিশনার মো. ইকবাল হোসেন।  

বুধবার বিকেলে খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।  
খুলনা কর অঞ্চল সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের উৎসাহ দিতে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার ৮৪টি পরিবারকে দিচ্ছে কর বাহাদুর সম্মাননা। এরই অংশ হিসেবে খুলনায় ১০টি পরিবার পাচ্ছে এ সম্মাননা।  

পুরিবারগুলো হলো- খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার এম এম এ সালাম ও তার পরিবার, যশোর কোতয়ালির মো. সফিউর রহমান মল্লিক ও তার পরিবার, চুয়াডাঙ্গা জীবননগরের মো. রকিবুল ইসলাম ও তার পরিবার, মাগুরার মো. রজব আলী মজনু ও তার পরিবার, সাতক্ষীরা কলারোয়ার মো. গোলাম রব্বানী ও তার পরিবার, নড়াইল রতনগঞ্জের মো. ওয়াহিদুজ্জামান ও তার পরিবার, কুষ্টিয়া চৌড়হাসের মো. মজিবর রহমান ও তার পরিবার, ঝিনাইদহ হামদহ’র ডা. দুলাল কুমার চক্রবর্তী ও তার পরিবার, মেহেরপুরের মো. আব্দুস সালাম ও তার পরিবার, বাগেরহাট আমলাপাড়ার অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা ও তার পরিবার।  

এছাড়া সিটি করপোরেশনসহ প্রত্যেক জেলায় ৩ জন সর্বোচ্চ ও ২ জন দীর্ঘমেয়াদী, একজন সর্বোচ্চ নারী ও একজন তরুণ করদাতাসহ ১০ জেলায় মোট ৭৭ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হবে।  

তারা হলেন- খুলনা সিটি করপোরেশনের সর্বোচ্চ করদাতারা এস এম আজিজুল আলম, মো. আব্দুল হামিদ সরদার ও কাজী সানোয়ার হোসেন এবং দীর্ঘমেয়াদী কর প্রদানকারী হলেন মাহাবুবুর রহমান ও শেখ কামাল উদ্দীন। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস আলেয়া বেগম ও তরুণ করদাতা মো. শরিফুল ইসলাম।  

খুলনা জেলার (সিটি করপোরেশন ব্যতীত) সর্বোচ্চ করদাতারা হলেন- ফুলতলা উপজেলার শেখ ইবাদ হোসেন, বটিয়াঘাটা কৈয়া বাজারের মোহাম্মদ জিয়াউল আহসান ও একই উপজেলার জলমা ইউনিয়নের মো. শামীম আহসান ও দীর্ঘমেয়াদী করদাতারা হলেন- ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নের শেখ মতিয়ার রহমান ও পাইকগাছা বাতিখালীর মো. আবু তাহের গাজী। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা শিরোমনি বাদাম তলার মিস জেসমিন রহমান ও তরুণ করদাতা ডুমুরিয়া সাজিয়ারার মো. মামুনুর রশিদ।  

বাগেরহাট জেলার সর্বোচ্চ করদাতারা হলেন- মো. আনিসুর রহমান, মো. সোহেল কবির ও নুরুল ইসলাম খোকা এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, শেখ দেলোয়ার হোসেন ও নির্মল কাঞ্জি লাল। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস পপি আকতার ও তরুণ করদাতা মীর রহমত আলী।  

যশোর জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন, সদর এলাকার মো. আবু নাসের সরকার, মো. আনসারী হোসেন সোহেল ও মো. আবুল কালাম সরকার এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, সন্তোষ কুমার ঘোষ ও মো. জালাল আকরাম। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস ফরিদা ইয়াসমিন ও তরুণ করদাতা মো. নুরুল আলম স্বপন।  

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, মো. আল ফেরদৌস, মো. আজহারুল ইসলাম ও মো. রিয়াজুল হক এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, শেখ আব্দুল মমিন ও শেখ আব্দুর রাজ্জাক। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস নিলুফা ইয়াসমিন ও তরুণ করদাতা মো. সাজিদুল ইসলাম।  

কুষ্টিয়া জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, মো. মজিবর রহমান, মো. পারভেজ রহমান ও মিস সেলিমা বেগম এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, মো. আব্দুর রহমান কামাল ও মো. আসাদুজ্জামান। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস তানিয়া আফরোজ ও তরুণ করদাতা মো. মো. শামসুর রহমান।   

মাগুড়া জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন, মো. মো. মেহেদী হাসান রাসেল, মো. রানা আমীর ওসমান রানা ও মো. শাহীনুর রহমান পিকুল এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, বিমল কুমার রায় ও মধুসুদন কুন্ডু। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস লাবনী হাসান ও তরুণ করদাতা ডা. মো. রোকনুজ্জামান।  

নড়াইল জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, মো. ওয়াহিদুজ্জামান, এস এম রেজাউল আলম ও মো. গিয়াস উদ্দিন খাঁন এবং দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন, চঞ্চল কুমার বাগচী ও সুকুমার রায়। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস নারগিস রহমান ও তরুণ করদাতা মো. মনিরুল ইসলাম।   

ঝিনাইদহ জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, খোন্দকার সাখাওয়াৎ হোসেন, মো. আনোয়ারুল আজীম আনার এমপি ও  মো. ফারুক আজম এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, মো. জালাল উদ্দীন ও মো. জহুরুল ইসলাম। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস শামসুন্নাহার ও তরুণ করদাতা কাজী মোস্তাফিজুর রহমান।  

চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন, মিন সাইফুন নাহার শাম্মি, মো. মঞ্জুরুল ইসলাম জোয়ার্দ্দার ও  মো. আলী রেজা সজল এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, একেএম সালাউদ্দিন মিঠু ও মো. আব্দুল হালিম বিশ্বাস। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস শানারা খাতুন ও তরুণ করদাতা মো. গোলাম মোস্তফা।    

মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতারা হলেন, অজয় সুরেকা, মো. আব্দুল হান্নান ও মো. শাহবাজ উদ্দিন এবং দীর্ঘমেয়াদী করদাতারা হলেন, মো. গোলাম মুর্শিদ চন্দন ও ডা. মেলিনা সুলতানা। এছাড়া সর্বোচ্চ নারী করদাতা মিস হামিদা খানম ও তরুণ করদাতা বকুল হোসেন।  

২০১৬ সালে খুলনা কর অঞ্চলের ১০ জেলায় মোট ৭৭ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।