ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রেষ্ঠ তরুণ করদাতা ব্যবসায়ী রোমান ভূঁইয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
শ্রেষ্ঠ তরুণ করদাতা ব্যবসায়ী রোমান ভূঁইয়া

আশুলিয়া(ঢাকা): ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাভারের আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেরা তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হলেন তিনি।

বুধবার (০৮ নভেম্বর) বিকেলে শেরে-বাংলা নগরের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ব্যবসায়ী রোমান ভূঁইয়া বন্ধন ডিস্ট্রিবিউশ অ্যান্ড সাপ্লায়ার এবং নায়ফা ট্রেড বিডি নামের দু’টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার ছফিল উদ্দিন ভূঁইয়ার সন্তান।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।