ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুতা খোলার বিড়ম্বনা থেকে মুক্তি দিতে ‘অটোমেটিক সু কভার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
জুতা খোলার বিড়ম্বনা থেকে মুক্তি দিতে ‘অটোমেটিক সু কভার’ প্রদর্শনীতে ‘অটোমেটিক সু কভার’ পরিদর্শন করছেন দর্শনার্থীরা; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: হাসপাতাল, হাসপাতালের আইসিইউ, সিসিইউ বা অনেক অফিস আদালতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জুতো ও স্যান্ডেল খুলেই প্রবেশ করতে হয়। জুতার ফিতা খুলে প্রবেশ করা, আবার পরে বের হওয়া এক প্রকারের বিড়ম্বনাই বলা চলে। এমন বিড়ম্বনা থেকে মুক্তি দিতে ট্রেড ‍এশিয়া নামে একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে ‘অটোমেটিক সু কভার বা র‌্যাপিং মেশিন’। 

র‌্যাপিং মেশিনে একটি প্লাস্টিকের রোল বসালে তৈরি হবে তিনশ’ সু কভার। মেশিনটিতে জুতা ও স্যান্ডেলসহ পা রাখলে তৈরি হবে সু কভার।

যা জুতা ও স্যান্ডেলকে পলিথিন দিয়ে মুড়িয়ে সংবেদনশীল রুমের পরিবেশকে সুরক্ষা দেবে।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিনব্যাপী অফিস আইডিয়া এক্সপো-২০১৭-তে অভিনব এই ‘অটোমেটিক সু কভার বা র‌্যাপিং মেশিন’টি পরিচয় করে দিচ্ছে ট্রেড এশিয়া।

মেলা চলাকালীন বুকিং দিলে ৯৯ হাজার টাকায় মেশিনটি পাওয়া যাবে। এমনিতে এর বাজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইদুজ্জামান বলেন, উন্নত দেশে সু-র‌্যাপিং মেশিনটি অফিস-আদালত ও হাসপাতালে ব্যবহার করা হয়। বাংলাদেশে এই প্রথম আমরা সু-র‌্যাপিং মেশিনটি পরিচয় করে দিচ্ছি। আমাদের দেশে অফিস আদালত ও হাসপাতালে অনেক পরিবেশ রয়েছে যেখানের বাইরের স্যান্ডেল ও জুতো নিয়ে প্রবেশ নিষেধ। এমন সংবেদনশীল পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যই সু র‌্যাপিং মেশিন।   

তিনি বলেন, অটোমেটিক সু কভার মেশিনটি শুধু সংবেদনশীল রুমের জন্য নয়, নরমাল অফিস আদালতেও এই মেশিন ব্যবহার করা যাবে। এতে অফিস আদালত বাইরের ময়লা আর্বজনা থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।    

উল্লেখ্য, কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড 'অফিস আইডিয়া এক্সপো ও জিটিমেট বাংলাদেশ-২০১৭ নামের দুটি মেলার আয়োজন করেছে আইসিসিবিতে।

আইসিসিবি'র ১ নম্বর হলে গার্মেন্টস টেক্সটাইল ও অফিস শিল্পের এ প্রদর্শনী দুইটি  ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ,  ভারত,  শ্রীলঙ্কা, জাপান, হংকং ও চীনের বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের দেড়শ’ স্টল রয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রর্দশনী প্রাঙ্গণ  সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।