ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ববিতে আয়কর মেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ববিতে আয়কর মেলা অনুষ্ঠিত ববি’র কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়কর মেলা-২০১৭ অনুষ্ঠিত

বরিশাল: প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়কর মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল বরিশালের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন- কর অঞ্চল বরিশালের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন।  

এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ববি শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেরেবাংলা হলের প্রভোস্ট ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ইব্রাহীম মোল্লা, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. আশরাফ উদ্দীন, শিক্ষক সমিতির বর্তমান সভাপতি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ফাতেমা-তুজ-জোহরা, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরসহ অন্যান্যরা।  

মেলার সমাপনী পর্বে ‘এনবিআর’ কর অঞ্চল বরিশালের কর কমিশনার মো. জাহিদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।  

বাংলা‌দেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।