ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবজিতে ভরপুর বাজার, কমছে না দাম 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
সবজিতে ভরপুর বাজার, কমছে না দাম  বাজারে উঠেছে শতীকালীন হরেক রকমের সবজি- ছবি: বাংলানিউজ

ঢাকা: শীতের সবজি বাজারে ভরপুর।তবে পাইকারি বাজারে কিছুটা দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি বলে জানান ক্রেতারা। বাজারে হরেক রকম সবজি আসায় ক্রেতারা খুশি হলেও মন খারাপ দাম না কমায়। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, সিম, মূলা ৩০ টাকা, চিচিংগা,  শসা, ঝিঙ্গে  ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে নতুন সবজি হিসেবে সিমের দাম কিছুটা বাড়তি।  

বাজারে নতুন সবজি উঠলে দাম কিছুটা বাড়তি থাকে। তবে সময় গড়াতেই সেই দাম চলে আসে ক্রেতাদের নাগালের মধ্যে। চলতি সপ্তাহে দাম কমবে বলে জানান পাইকারি বিক্রেতারা।  

পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ধনেপাতা- ছবি: বাংলানিউজপুরনো সবজির দাম একটু কম থাকলেও বাড়তি রয়েছে নতুন সবজিতে। ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৫০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা। এছাড়াও বাজারে মূলা, পালংসহ বেশ কয়েক ধরনের শীতকালীন শাকও উঠতে দেখা গেছে। তবে দাম আকাশ ছোঁয়া।  

পুরনো আলু ২০ টাকা হলেও বাজারে নতুন আলুর কেজি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
পেয়াজের দাম বাড়তি হলেও অপরিবর্তিত রয়েছে আদা, রসুন ও কাঁচা মরিচের দাম। ভোজ্য তেল, মসলা, ডালের দাম স্বাভাবিক রয়েছে।  

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের শিক্ষিকা নাজমুম নাহার বাংলানিউজকে বলেন, পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে। এখন আমরা বেশিবেশি টাটকা শাক ও সবজি কিনতে পারবো। বাড়তি দাম থাকায় বাজারে এসে হিমশিম খেতে হয়।  

সবজি বিক্রেতা রকিবুল ইসলাম জানান, বাজারে নতুন সবজি উঠায় বেচা-বিক্রিতে তোড়জোড় বেড়ে গেছে। এখন ব্যবসায় লাভও হচ্ছে বেশি। এই দাম পড়ে গেলে আগের অবস্থায় ফিরে যেতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।