ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র উদ্যোগে ইআরপি শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এফবিসিসিআই’র উদ্যোগে ইআরপি শীর্ষক আলোচনা সভা রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আলোচনা সভা অতিথিরা।

ঢাকা: রংপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে ‘এনগেজ রিফ্লেক্ট প্লান অব অ্যাকশন’ (ইআরপি) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।

সভায় রংপুর অঞ্চলের ব্যবসায়ী উদ্যোক্তারা বৃহত্তর রংপুর অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে স্বল্প সুদে বিশেষ ব্যাংক ঋণ, শিল্পে গ্যাস সংযোগ, স্বল্প মূল্যে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পণ্যভিত্তিক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহায়তার দাবি জানান।  
                                
রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ দেশের উন্নয়নের মূল স্রোতে রংপুর অঞ্চলকে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) সফলভাবে অর্জনের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ প্রশংসিত হয়েছে, তাই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আহ্বায়ক এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজনুসহ অন্যান্য পরিচালক হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগারওয়ালা, আজিজুল হক, তোসাদ্দেক হোসেন খান টিটু, মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মাসুদ পারভেজ খান (ইমরান), মাসুদুর রহমান মিলন এবং আনোয়ার সাদাত সরকার ও রংপুর বিভাগের আট জেলার ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও শীর্ষস্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।