ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় এক্সিম ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ভোলায় এক্সিম ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন শাখা উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা

ঢাকা: মৎস্য ও কৃষি অর্থনীতিতে সমৃদ্ধ ভোলায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১১৫তম শাখা উদ্বোধন হয়েছে।

রোববার (নভেম্বর ১৯) ভোলা সদর রোড সংলগ্ন আমেনা প্লাজায় অবস্থিত শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোহাম্মদ আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবা সম্পর্কে আলোচনা করেন।

এসময় তিনি ব্যবসায়ীদের এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।