ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোরে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
যশোরে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা যশোরে দুই ফার্মেসিকে জরিমানা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হাশিমপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সংস্থাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ।

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় উপজেলার হাশিমপুর বাজারের রাসেল ফার্মেসিকে চার হাজার টাকা এবং একই অপরাধে পার্শ্ববর্তী আরবি ফার্মেসির মালিক নাজমুল হাসানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয় ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলেও কার্যালয় সূত্র জানায়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।