ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন গঠন, আহ্বায়ক হারুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন গঠন, আহ্বায়ক হারুন

এজেন্ট ব্যাংকিং ব্যবসায় গতিশীলতা, নিশ্চয়তা, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠন করা হয়েছে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন (বাবা)। 

ব্যবসায়ী মো. হারুন অর রশিদকে আহ্বায়ক করে সম্প্রতি অ্যাসোসিয়েশনের ২১ সদস্যদের কমিটিও গঠন করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ীর নোয়াব স্টোন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ অ্যাসোসিয়েশন গঠন করা হয়।

পরে এতে সর্বসম্মতিক্রমে গঠিত হয় আহ্বায়ক কমিটি।  

সারাদেশে সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
পিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।