ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্রমণ কর পরিশোধে ব্যাংক বুথ হচ্ছে আখাউড়া স্থলবন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ভ্রমণ কর পরিশোধে ব্যাংক বুথ হচ্ছে আখাউড়া স্থলবন্দরে

ব্রাহ্মণবাড়িয়া: ভ্রমণ কর পরিশোধ নিয়ে জটিলতার অবসান ঘটাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দরে ব্যাংক বুথ চালু করা হচ্ছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ওই ব্যাংক বুথ উদ্বোধন করবেন।  

এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থলবন্দরের সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে।

এছাড়া সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ব্যাংক বুথটিতে ভ্রমণ কর জমা দেয়া যাবে।

ভ্রমণ কর দেয়ার ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে একই সঙ্গে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগে, সরকারি অফিস টাইম অনুযায়ী ব্যাংক বুথটি খোলা থাকতো। এতে ভ্রমণ কর জমা দেওয়া নিয়ে বিপাকে পড়তেন যাত্রীরা।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, উদ্বোধনের পর থেকেই নতুন নিয়মে ব্যাংক বুথ চালুর সুফল ভোগ করতে পারবেন যাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।