ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে ফেরত শ্রমিকদের পুনর্বাসনে কাজ করবে ব্র্যাক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
দেশে ফেরত শ্রমিকদের পুনর্বাসনে কাজ করবে ব্র্যাক  চুক্তি সই অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি শ্রমিকদের আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক চুক্তি সই করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

রোববার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিতি উইন্থার এবং ব্র্যাকের পক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় গৃহীত প্রকল্প আগামী দুই বছর কয়েকটি বিষয়ে কাজ করবে। এগুলো হচ্ছে-বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখা এবং অনিয়মিত অভিবাসন রোধ করা, ফেরত আসা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে তাদের উপার্জন ও সক্ষমতাকে কাজে লাগানো এবং তাদের প্রাতিষ্ঠানিক সহায়তার ব্যাপারে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি করা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।