ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রেডি ফ্ল্যাট চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
‘রেডি ফ্ল্যাট চাই’ মেলায় আসা অধিকাংশ ক্রেতাই রেডিমেড ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন বেশি। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: ‘বুকিং ফ্ল্যাটে অনেক ঝামেলা। দীর্ঘ সময় লাগে, ঠিকমতো কাজ শেষ হয় না। এসব ঝামেলা এড়াতেই চাই রেডি ফ্ল্যাট। নগদ টাকা দিয়ে একমাসের মধ্যে ফ্ল্যাটে উঠতে চাই’।

বাংলানিউজকে বলছিলেন রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা মো. জলিল। রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আবাসন মেলায় এসেছিলেন তিনি।

৫ দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’-এর চতুর্থ দিনে আসা অধিকাংশ ক্রেতাই রেডিমেড ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন বেশি।
 
এর কারণ হিসেবে আরেক ক্রেতা শ্যামলীর আবুল বাসার বলেন, ‘বুকিং করে ফ্ল্যাট পেতে অনেক সমস্যা হয়। বুকিংয়ের সময় এক কথা বলে, কিন্তু বুকিং নিয়ে ফ্ল্যাট হস্তান্তরে অনেক গড়িমসি করে আবাসন কোম্পানিগুলো। বুকিংয়ের সময় দেওয়া আরও অনেক কথাও তারা ঠিকমতো রাখে না। তাই দেখে-শুনে রেডিমেড ফ্ল্যাট কিনতে চাই’।
 
তবে বড় বা লাক্সারিয়াস ফ্ল্যাটের ক্ষেত্রে এখনো বুকিং দিয়ে কিস্তির টাকা পরিশোধের দিকেই ঝোঁক বেশি।  ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজঝিগাতলার আবু জাফর বলেন, ‘এখন ফ্ল্যাট বুকিং দিলে পেতে পেতে এক বছরেরও বেশি সময় লাগবে। অপেক্ষা করার মতো এতো সময় নেই। তাই নগদ টাকা পরিশোধ করে খুব দ্রুত ফ্ল্যাট চাই’।
 
মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও জানান, অন্য যেকোনো বারের তুলনায় এবার রেডিমেড ফ্ল্যাটের চাহিদা বেশি। এর কারণে হিসবে তারা বলছেন, যেসব ক্রেতারা মাঝারি ও ছোট আকারের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, তারাই বেশি রেডিমেড ফ্ল্যাটে আগ্রহী। কেননা, এসব ফ্ল্যাটের দাম লাক্সারিয়াস বা বড় ফ্ল্যাটের তুলনায় কম।
 
তাই মেলায় চলা বিভিন্ন অফার লুফে নিয়ে রেডিমেড ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন তারা। তবে বড় বা লাক্সারিয়াস ফ্ল্যাটের ক্ষেত্রে এখনো বুকিং দিয়ে কিস্তির টাকা পরিশোধের দিকেই ঝোঁক বেশি।
 
জাপান টাগুচি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) শিবলি সাদিক বাবু বলেন, তৈরি ফ্ল্যাটেই বেশি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। চাহিদা অনুসারে যথেষ্ট রেডিমেড ফ্ল্যাটের ব্যবস্থা করেছে আবাসন কোম্পানিগুলোও। এবারের মেলায় এখন পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে বলে আশা করা যাচ্ছে।
 
সুবর্ণভূমি হাউজিং লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সাবেদুর রহমান বলেন, ‘সকল প্রত্যাশা অনুসারেই এবারের মেলা চলছে। আমরা বেশ কয়েকটি রেডিমেড ফ্ল্যাট বিক্রিসহ কিছু ফ্ল্যাটের বুকিং নিয়েছি। তবে রেডিমেড ফ্ল্যাটের চাহিদা বেশি বলেই মনে হচ্ছে’।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।