ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
প্রাণ আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার

ঢাকা: প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার-২০১৭ বিজয়ীদের পুরস্কৃত করা হবে শুক্রবার (১৯ জানুয়ারি)। এ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী ও দিনব্যাপী আচার উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রতিবারের ন্যায় এবারেও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য এ চারটি বিভাগ থেকে ১২ জনকে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি সব বিভাগ মিলিয়ে নির্বাচন করা হবে বর্ষসেরা আচার। সব বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।  

এদিকে, আচার উৎসবে থাকছে রন্ধনশিল্পী এবং আচার শিল্পীদের অংশগ্রহণে আচার, আচার দিয়ে তৈরি খাবার এবং আচারের সঙ্গে খাওয়ার জন্য নানা খাবারের আয়োজন। থাকছে গৃহ সামগ্রির প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।