ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর-অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর-অবরোধ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের ভাংচুর-অবরোধ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাশপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কারখানা ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে।

শুক্রবার (২৬ জানয়ারি) বিকেলে ‘আর্থ ফুটওয়্যার’ নামে কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ করে।  

কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন ও ওভারটামের টাকার পরিশোধের দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার জানালার কাঁচ ও কারখানায় কয়েকটি গাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা শিববাড়ি-শিমুলতলী সড়ক অবরোধ করে।  

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

কারখানার কর্তৃপক্ষ আগামী ৩১ জানুয়ারি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।