ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী বাজেট হবে ৪ লাখ ৬৮ হাজার কো‌টি টাকার মধ্যে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
আগামী বাজেট হবে ৪ লাখ ৬৮ হাজার কো‌টি টাকার মধ্যে

ঢাকা: আগামী ২০১৮-১৯ অর্থবছরে বা‌জেটের আকার ৪ লাখ ৬৮ হাজার কো‌টি টাকার ভেত‌রে হ‌বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

 

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রাক বাজেট আলোচনার শুরুতে তিনি একথা জানান।

তিনি বলেন, বাজেটে মানবসম্পদ উন্নয়ন‌ অগ্রা‌ধিকার খাত হিসেবে থাক‌বে।

এর ম‌ধ্যে স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন ও হাউ‌জিং‌কে রাখা হয়েছে। আগামী অর্থবছরের বাজেট হবে স‌র্বোচ্চ হ‌বে ৪ লাখ ৬৮ হাজার কোটি। এর বাইরে যা‌বে না। তবে কম হ‌তে পা‌রে।

‘আমা‌দের শক্ত প‌য়েন্ট হ‌লো সামা‌জিক নিরাপত্তা। এ খাতে প্র‌তিবছরই আমরা ‌বে‌শি বরাদ্দ রা‌খি। চলতি অর্থবছ‌রে এ‌টি ছি‌লো ২১ হাজার ৫০০ কো‌টি টাকা। ’

চলতি ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।