ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বার্জার ফসরক লিমিটেড’ গঠনের চুক্তি স্বাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
‘বার্জার ফসরক লিমিটেড’ গঠনের চুক্তি স্বাক্ষরিত ‘বার্জার ফসরক লিমিটেড’ গঠনের চুক্তি স্বাক্ষরিত/ছবি- সুমন শেখ

ঢাকা: ‘বার্জার পেইন্টস বাংলাদেশ’ এবং বিশ্বের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন কেমিকেল কোম্পানি ‘ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর যৌথ উদ্যোগে ‘বার্জার ফসরক লিমিটেড’ নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে হোটেল লা-মেরিডিয়ানে বার্জার ফসরক লিমিটেডের আয়োজনে ‘জয়েন্ট ভেঞ্চার সাইনিং সেরেমনি’ শীর্ষক এক অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী এবং ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের গ্রুপ সিইও ও ডিরেক্টরর ইয়ান ওয়াট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই জয়েন্ট ভেঞ্চার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক, জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস মোইর হেই, বার্জার পেইন্টসের চেয়ারম্যান জেরান্ড কে. অ্যাডামস, ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ফিত্রিয়ানি হ্যাসাফ হেইসহ বার্জার পেইন্টস ও ফসরক ইন্টারন্যাশনালের বোর্ড মেম্বারগণসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়েন্ট ভেঞ্চার কোম্পানির চুক্তি সূত্রে জানা যায়, বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের বাজারে সম্পূর্ণ কংক্রিট লাইফ ম্যানেজ করবে। সিমেন্ট এবং কংক্রিট তৈরির সময় একে দৃঢ় ও ঘাতসহ করার জন্য সিমেন্ট গ্রাইডিং ও অ্যাডমিক্সচার সহায়ক কেমিকেল সরবরাহ করবে। প্রজেক্ট সাইটে কংক্রিট ব্যবহারের সময় গ্রাউট, ওয়াটারপ্রুফিং ম্যাটেরিয়াল, কোটিং, সিল্যান্ট, ফ্লোরিং প্রডাক্ট সরবরাহের মধ্যমে কন্ট্রাক্টরদেরও সহযোগিতা করবে। এছাড়াও পুরানো কংক্রিট মেরামত এবং মজবুত করার বহুবিধ কেমিকেল সরবরাহের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এই জয়েন্ট ভেঞ্চার চুক্তির সঙ্গে সকল ধন্যবাদ জানাই। এই জয়েন্টা ভেঞ্চার কোম্পানিটি এই ক্ষেত্র একটি সফল উদাহরণ হবে বলে আমি আশা করি। এর মাধ্যমে বাংলাদেশে আরো নতুন বিদেশি কোম্পানি বিনিয়োগ উৎসাহিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএসি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।