ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চা শিল্পের উন্নয়নে চীনের সঙ্গে চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
চা শিল্পের উন্নয়নে চীনের সঙ্গে চুক্তি চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত করতে চীনের গবেষণা প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সাইসেন্সের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ চা বোর্ড।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সই করা হয়।  

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী ও চীনের টি রিসার্স ইনস্টিটিউটের পরিচালক ইয়ানান ইয়াং।

 
 
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
চুক্তির আওতায় উভয় দেশের মধ্যে চা বিষয়ক প্রযুক্তি বিনিময়, চা বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিয়ে কনফারেন্স, সিম্পোজিয়াম, সেমিনার, চা বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য বিষয়ে বিনিময় হবে।
 
এছাড়াও শংকর জাতের চা উৎপাদন, চায়ের পোকামাকড় দমন পদ্ধতি, চা তৈরি, চায়ের প্রাণ রসায়ন, চায়ের গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন ও চা অর্থনীতির উপর গবেষণা করবে দুই দেশের সংশ্লিষ্টরা।
 
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পর চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু অনেক কাজ করেছেন। তখন ১০ মিলিয়ন কেজি চা উৎপাদন হলেও এখন ৮০ মিলিয়ন কেজি উৎপাদন হচ্ছে।  

‘২০১৭ সালেও নিজেদের চাহিদা পূরণের পর ৬ মিলিয়ন কেজি চা রফতানি করা হয়েছে। ধীরে ধীরে রফতানি আরও বাড়বে,’ বলেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।