ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএলের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
আরএফএলের পরিবেশক সম্মেলন আরএফএলের পরিবেশক সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএলের স্টেশনারি ও টেল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক, ইটালিয়ানো ও উইনার এবং টেল প্লাস্টিকসের বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রি পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সারাদেশ থেকে কোম্পানির প্রায় আড়াই হাজার পরিবেশক অংশ নেন।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএনপাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, টেল প্লাস্টিকস এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং আরএফএল স্টেশনারি ও টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।