ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল’র জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএফএল’র জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’ সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল স্বাধীনতার মাসে জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (২৫ মার্চ) রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে আরএফএল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
 
সংবাদ সম্মেলনে আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, এখন সময় এসেছে আমাদের সবক্ষেত্রে পরিবর্তনের।

শুধু ধন-সম্পদে নয়, আমাদের আচরণের পরিবর্তন হওয়া উচিত।  
 
তিনি বলেন, আমরা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানই নই, কর্পোরেট হাউজও। আমরা দেশ ও মানুষের জন্য কাজ করি। সেই কাজে সবার সহযোগিতা চাই।
 
সংবাদ সম্মেলনে স্বাধীনতার মাসে শুরু হওয়া এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনসচেতনতামূলক বার্তা প্রচার, পাবলিক স্পটে লিফলেট বিতরণ এবং রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হবে।
আগামী ৭ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএল’র পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে, যাতে সবাই নির্ধারিত জায়গায় ময়লা-আবর্জনা ফেলতে পারেন।
 
এতে আরো উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকস লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএল’র সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।