ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ভোলায় ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’-স্লোগানে ভোলায় দুই দিনব্যাপী জনসচেতনতামূলক পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ মেলার উদ্বোধন করেন।
 
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদল হক আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান, জেলা সিভিল সার্জন রথীন্দ্র নাথ মজুমদার, আইইএম প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, চরফ্যাশন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো. কামাল হোসেন, ডা. মো. লুৎফর রহমান সেলিম, ডা. মো. মাসুম, ডা. অচিন্ত কুমাড় প্রমুখ।
 
মেলায় মানুষকে অবহিত করার জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন দপ্তরের ২০টি স্টল প্রদর্শন করা হয়।

সভার পর জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন। মেলা চলবে বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।