ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিডিসিএল-বিসিপিএল এর মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
জিডিসিএল-বিসিপিএল এর মধ্যে চুক্তি জিডিসিএল-বিসিপিএল এর মধ্যে চুক্তি

ঢাকা: স্বল্পমেয়াদী অর্থায়ন ও অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহের জন্য গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের (বিসিপিএল) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে জিডিসিএল, বিসিপিএল-এর শীর্ষ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।

জিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিসিপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জিডিসিএল-এর চেয়ারম্যান নাসির এ চৌধুরী, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী এবং বারাকা শিকলবাহা পাওয়ার কোম্পানি লিমিটেডের আর্থিক বিভাগীয় ব্যবস্থাপক ও কোম্পানি সেক্রেটারি মনিরুল ইসলাম।



বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড (বিসিপিএল) বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের (বিপিপিএল) একটি অধীনস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে ২০১৭ সালের ১৩ ডিসেম্বার যাত্রা শুরু করে। চট্টগ্রামের শিকলবাহায় বিওও (নির্মাণ, মালিকানা, পরিচালনা) এর ভিত্তিতে একটি ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এইচএফও জ্বালানি নির্ভর আইপিপি উৎপাদন কেন্দ্র চালুর জন্য, এই কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে ১৫ বছর মেয়াদী এলওআই পেয়েছে।

গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিডিসিএল’র কার্যক্রমের একটি অন্যতম দিক হলো, ২০১০ এর প্রতিষ্ঠাকাল থেকেই কোম্পানিটি বিভিন্ন খাতের জন্য স্থানীয় ও বৈদেশিক অর্থ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্যভাবে কাজ করছে।

প্রয়োজনীয় চাহিদা পূরণে সরকারের বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বৈদ্যুতিক খাত সামগ্রিকভাবে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার ০০০ মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি ভবিষ্যত কর্মপরিকল্পনা চলমান রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অর্থায়ন চাহিদা পূরণের মাধ্যমে সম্ভাবনা ব্যাপ্তি ও উন্নয়নের জন্য জিডিসিএল এই খাতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে যা সরকারি লক্ষ্য বাস্তবায়নে সমন্নয়ক ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।