ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিইউপিতে বাংলাদেশের ঋণখেলাপি সংস্কৃতি বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিইউপিতে বাংলাদেশের ঋণখেলাপি সংস্কৃতি বিষয়ক সেমিনার সেমিনারের অতিথিরা।

ঢাকা: মিরপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হলো বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপি সংস্কৃতি ও এর ভবিষ্যত বিষয়ক একটি সেমিনার। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘লোন ডিফল্ট কালচার ইন ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারটি। আর তা আয়োজন করে বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেল।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ও উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ড. এ বি এম মো. আজিজুল ইসলাম।

সেমিনারটি সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক উল হক এবং সঞ্চালনা করেন ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেলের প্রভাষক শাহরিন আশরাফ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।