ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
রূপালী ব্যাংকের নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের কারণে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান পরীক্ষা বাতিলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষায় ৩২৮টি পদের বিপরীতে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন।

কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবারের লিখিত পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে এ নিয়োগ পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ৫ পর্যন্ত। এর মধ্যে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় বিদ্যুৎ ছিল না। আবহাওয়া খারাপ থাকায় সব দিক বিবেচনায় নিয়ে পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়। কমিটির সদস্য সচিব বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকরা হলেন- বগুড়ার ওবায়দুর রহমান, যশোরের বাবলু রহমান, কুড়িগ্রামের আহসানুল কবীর, নড়াইলের আরিফ মলয় ও মাগুরার চঞ্চল কুমার।

এরআগে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়ে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।