ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

রোববার (০১ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের যে চাহিদা আছে তার চেয়ে বেশি আমদানি এরই মধ্যে হয়েছে।

পর্যাপ্ত মজুদ থাকায় কোনো ধরনের সঙ্কট সৃষ্টি হবে না, মূল্যও বাড়বে না।  

দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। কিন্তু এবারের রমজানে এ ধরনের কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।  

এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে লাইটারেজ জাহাজ সঙ্কটের কথা তুলে ধরা নিত্য পণ্য পরিবহনে অগ্রাধিকারমূলক জাহাজ সরবরাহের দাবি জানানো হয়।

একই সঙ্গে রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনেও রাজধানীতে নিত্যপণ্যবাহী ট্রাক প্রবেশের সুযোগ চাওয়া হয়। অন্যদিকে আগামী কোরবানির ঈদের আগে ট্রাকে ১৩ টনের স্থলে ২০ টন করে পণ্য পরিবহনের সুযোগ চান ব্যবসায়ীরা।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।