ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএস২১১: ৭ লাখ ডলার বিমার চেক হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
বিএস২১১: ৭ লাখ ডলার বিমার চেক হস্তান্তর ৭ লাখ ডলার বিমা দাবির চেক হস্তান্তর করছে এসবিসি/ছবি: বাংলানিউজ

ঢাকা: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার বিমা দাবি বাবদ ৭ লাখ ডলার বা তার সমপরিমাণের টাকার চেক হস্তান্তর করেছে সাধারণ বিমা করপোরেশন (এসবিসি)।

রোববার (এপ্রিল ০১) বিকেল ৪টায় রাজধানীর এসবিসি‘র কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধির কাছে এ চেক হস্তান্তর করা হয়। এসবিসি পুন:বিমা বাবদ ৭০ লাখ ডলারের তাদের অংশের এই টাকা পরিশোধ করছে।



এসবিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী  রুবায়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের কাছে হস্তান্তর করেন। এসময় এসবিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনসহ এসবিসি এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আরও জানতে পড়ুন: বুধবারের মধ্যে ক্ষতিপূরণ পাচ্ছে ইউএস-বাংলা

৭০ লাখ ডলারের বাকি বিমার টাকার মধ্যে আর ৭ লাখ ডলার সমপরিমাণ অর্থ দিবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং বাকি ৫৬ লাখ ডলার অর্থ দিচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি কেএম দাস্তুর।

গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া ইউএস বাংলার মোট সম্পদের দায় ১০০ মিলিয়ন তথা ১০ কোটি মার্কিন ডলারে দুটি বিমা করে। এর মধ্যে প্লেনের জন্য মোট ৭০ লাখ ডলার বিমা করা হয়। আর বাকি ৩০ লাখ ডলারের বিমা করা হয় যাত্রী, কেবিন ক্রু এবং পাইলটের জন্য।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।