ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পহেলা বৈশাখের আগেই চড়া ইলিশের দর

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
পহেলা বৈশাখের আগেই চড়া ইলিশের দর বৈশাখের আগে চড়া ইলিশের দর। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঘনিয়ে আসছে বাঙালির একালের উৎসব পহেলা বৈশাখ। দিনটি যতো  ঘনিয়ে আসছে ততো বাড়ছে ইলিশের দাম। নব্য বাঙালিয়ানার উৎসবে পান্তা-ইলিশের কদর বুঝে ইচ্ছেমতো দর হাঁকতে শুরু করেছেন বিক্রেতারা। পহেলা বৈশাখের ১৩ দিন আগে বাজার ঘুরে এমন আভাসই পাওয়া গেলো।

বৈশাখের আগে চড়া ইলিশের দর।  ছবি: বাংলানিউজবিক্রেতারা ‘ইলিশের আমদানি কম’ বলে এমন চড়া দর হাঁকছেন।

আর ক্রেতারা আশঙ্কা করছেন, বৈশাখের ৩-৪ দিন আগে ইলিশের দাম আরও চড়া হবে। বৈশাখ আসতে না আসতে ইলিশের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তারা এ ব্যাপারে সরকারি তদারকিরও দাবি তুলছেন।

রোববার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, নিউমার্কেট, মোহাম্মদপুর কৃষিমার্কেট ও কারওয়ান বাজার ঘুরে অত্যধিক চড়া দামে ইলিশ বেচতে দেখা যায়। মোহাম্মদপুর টাউনহল মার্কেটের বাবুল মিয়ার দোকানে দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম হাঁকা হচ্ছে চার হাজার টাকা। প্রতিটি ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১২০০, ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ৬০০ টাকা। বৈশাখের আগে চড়া ইলিশের দর।  ছবি: জিএম মুজিবুরএখানকার ক্রেতারা বলছেন, মাত্র ২-৩ দিনের মধ্যে দেড় কেজির ইলিশে ৫০০ টাকা, ৮০০ গ্রামের ইলিশে ৩০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশে ১৫০ টাকা বেড়ে গেছে।

ইলিশের এমন বাড়বাড়ন্ত দাম প্রসঙ্গে বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, বৈশাখের আগেই মাছের দাম বাড়তি হলেও তেমন বেশি বাড়তি না। তুলনায় কম বলা যায়। বৈশাখ সামনে রেখে চার হাজার টাকার মাছ ছয় হাজার টাকায়ও বিক্রি হবে। বাজারে মাছের যোগানও কম।

কৃষি মার্কেটেও গিয়ে দেখা যায় ইলিশের দাম বাড়তি। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের এক হালি ইলিশ ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ২-৩ দিন আগে এই ইলিশের হালি ১৯০০-২০০০ টাকায় পাওয়া গেছে।

মার্কেটের মাছ বিক্রেতা দেলোয়ার বলেন, বাজারে ইলিশের যোগান কম। এছাড়া চাঁদপুরের মেঘনায় মাছ শিকার কম হচ্ছে। সামনে পহেলা বৈশাখ তাই ইলিশের দাম বেড়েছে। প্রতিবার বৈশাখ এলে ইলিশের দাম বাড়বেই। বৈশাখের আগে চড়া ইলিশের দর।  ছবি: জিএম মুজিবুরকৃষি মার্কেটে ইলিশ কিনতে এসেছেন নিকটস্থ কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দা নাসিমা আক্তার বেলী। তিনি বাংলানিউজকে বলেন, আমি তো বৈশাখের জন্য ইলিশ কিনতে আসিনি। ছেলে-মেয়ে পছন্দ করে, তাই সবসময় কেনা পড়ে ইলিশ। অথচ বৈশাখের দোহাই দিয়ে এখনই দাম বাড়ানো হচ্ছে ইলিশের।

কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় হাতেগোনা কিছু ক্রেতা বৈশাখ উপলক্ষে কিনতে শুরু করেছেন ইলিশ। শুক্কুর আলীর দোকানে এক কেজি ওজনের ইলিশের দাম  ৪’শ টাকা বেড়ে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এককেজি ১০০ থেকে এককেজি ২০০ গ্রাম ওজনের ইলিশে ৬০০ টাকা বেড়ে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। দেড়কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা। দেড়কেজি ওজনের প্রতিটি ইলিশে দাম বেড়েছে প্রায় ৭’শ থেকে ৮’শ টাকা।

ইলিশের এমন বাড়তি দাম প্রসঙ্গে পাইকারি বিক্রেতা শুক্কর আলী বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ হওয়ায় বাজারে যোগানও কম। সামনে পহেলা বৈশাখ এই কারণে দাম বেড়েছে, সামনে আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআইএস /এএটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।