ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ হাজার ৪১৫ কোটি ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
৩ হাজার ৪১৫ কোটি ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন একনেক সভা

ঢাকা: ৩ হাজার ৪১৫ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ৪০০ কোটি ৩২ লাখ টাকা আর সংস্থার নিজস্ব তহবিল ১৪ কোটি ৯৩ লাখ টাকা।

মঙ্গলবার (০৩ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে- ‘মাওনা-ফুলবাড়ীয়া-কালিয়াকৈর-ধামরাই-নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ’ প্রকল্প। এ প্রকল্পের মোট ব্যয় ২৮২ কোটি টাকা।

‘হাজারীবাগ, বাইশটেকী, কুর্মিটোলা, মান্ডা ও বেগুনবাড়ী খালে ভূমি অধিগ্রহণ এবং খনন বা পুনঃখনন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬০৭ কোটি টাকা।

স্বাস্থ্য সেবা বিভাগের ‘শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন, গোপালগঞ্জ’ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ৭০৫ কোটি টাকা।

অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হলো, ‘জয়িতা টাওয়ার নির্মাণ’, ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’, ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’, ‘আশুগঞ্জ ১৩২ কেভি পুরাতন এআইএস উপকেন্দ্রকে ১৩২ কেভি নতুন জিআইএস উপকেন্দ্র দ্বারা প্রতিস্থাপন’ প্রকল্প।

‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টকে (বিআইএম) শক্তিশালীকরণ’, ‘বরগুনা জেলার উপকূলীয় পোল্ডারসমূহে সেচ কাজের জন্য খাল পুনঃখনন’ ও ‘এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ’ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮/ আপডেট: ১৭৪৩ ঘণ্টা
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।