ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাপসে জীবন বিমা সেবা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
অ্যাপসে জীবন বিমা সেবা উদ্বোধন অ্যাপসে জীবন বীমা সেবা উদ্বোধন

ঢাকা: গা‌র্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিমা সংক্রান্ত সব সু‌বিধা এখন অ্যাপেসের মাধ্যমে করা যাবে। ‘মাই গা‌র্ডিয়ান’ নামে এমন এক‌টি অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মাই গা‌র্ডিয়ান’ অ্যাপস উদ্বোধন করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

অ‌তি‌থি হিসেবে ছিলেন স্কয়ার ফার্মা‌সিউ‌টিক্যালসের ব্যবস্থাপনা প‌রিচালক তপন চৌধুরী।

এ অ্যাপস’র মাধ্যমে গার্ডিয়ান লাইফের বর্তমান গ্রাহকরা প্রি‌মিয়াম প‌রিশোধ, লেদদেন পর্যবেক্ষণ, প‌লি‌সি তথ্য প্রিমিয়াম ক্যালকুলেশন, ভ্যালু অ্যাডেড সেবা, দেশব্যা‌পী দুই শতা‌ধিক ডিসকাউন্ট হাসপাতালের তথ্য পাবেন।

আইডিআরএ’র চেয়ারম্যান শ‌ফিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘ইন্স্যুরেন্স সেক্টরের এখন অনেক উন্নয়ন হচ্ছে। মাই গা‌র্ডিয়ান অত্যাধু‌নিক সু‌বিধার এক‌টি অ্যাপস’।

তপন চৌধুরী বলেন, ‘এখন সব‌কিছু ডিজিটাল হচ্ছে। জীবন বিমা সেক্টরে অ্যাপসের মাধ্য‌মে সেবা এক‌টি ডি‌জিটাল পদক্ষেপ’।

গা‌র্ডিয়ান লাইফের ব্যাবস্থাপনা প‌রিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম ম‌নিরুল আলম বলেন, ‘উদ্ভাবনী সেবা ও নতুন ধারার কাস্টমার অ‌ভিজ্ঞতা দিতে গা‌র্ডিয়ান লাইফ এক‌টি আলোড়ন সৃ‌ষ্টির প‌রিকল্পনা করছে। মাই গা‌র্ডিয়ান সেরকম এক‌টি পদক্ষেপ’।  

অনুষ্ঠানে বলা হয়, মাই গা‌র্ডিয়ান অ্যাপ বাংলাদেশের প্রথম ডি‌জিটাল প‌রিপূর্ণ ইন্স্যু‌রেন্স সেবা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।