ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রফতানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
রফতানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি

ঢাকা: রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে পোশাক এক্সেসরিজ প্রস্তুত ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএপিএমইএ।

বুধবার (০৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। তাদের সঙ্গে একমত পোষণ করে বিকেএমইর পক্ষ থেকেও রফতানি মূল্যের উপর উৎসে আয়কর কর্তন না করে (সিএম) এর উপর শূন্য দশমিক ৫০ শতাংশ চূড়ান্ত উৎসে কর নির্ধারণের দাবি জানানো হয়েছে।

বর্তমানে এটি শূন্য দশমিক ৭০ শতাংশ রয়েছে।

এ সময় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এনবিআর’র কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পোশাক, নিটওয়ার, কম্পোজিট ও প্যাকেজিং খাতের সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া, দেশের অর্থনীতির স্বার্থে গামেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের করপোরেট কর ১২ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়।

হস্তশিল্প পণ্য রফতানির ওপর নগদ সহায়তা ৩০ শতাংশ করার অনুরোধ জানানো হয়। যা বর্তমানে রয়েছে ২০ শতাংশ।

আলোচনায় বিকেএমই’র পক্ষ থেকে রফতানি মূল্যের উপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ করা, নিটওয়ার ও ওভেন গার্মেন্ট উৎপাদন ও রফতানি নিয়োজিত কর দাতাদের পণ্য রফতানিতে উৎসাহিত করতে আগামী ৫ বছর ১২ শতাংশ হারে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন কারখানাকে ১০ শতাংশ  হারে আয়কর অন্তর্ভুক্ত করাসহ ২৬ দফা সুপারিশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।