ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রকেট-কুরিয়ারের বিরুদ্ধে টাকা পাচারের তদন্ত শুরু 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
রকেট-কুরিয়ারের বিরুদ্ধে টাকা পাচারের তদন্ত শুরু  দুদকসহ ৪ প্রতিষ্ঠানের লোগো

ঢাকা: মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেট, বিকাশ ও কুরিয়ার কোম্পানি সুন্দরবন, কন্টিনেন্টাল, এসএ পরিবহনের বিরুদ্ধে নীতিমালা লংঘন করে ঘুষ লেনদেন, টাকা পাচার, মানি লন্ডারিং, ইয়াবাসহ মাদক ব্যবসার অর্থ লেনদেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব প্রতিষ্ঠানের কাছে নয় ধরনের তথ্য ও নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক।

এছাড়া রকেটের মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবিরকে ১৫ এপ্রিল এবং বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হুমায়ুন কবীরকে ১২ এপ্রিল সকাল ১০টায় তলব করেছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী এ প্রতিষ্ঠানটি।



৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুদকের অনুসন্ধান কর্মকর্তা মাহমুদ হাসান প্রতিষ্ঠানগুলোর নামে জারি হওয়া আলাদা আলাদা চিঠির মাধ্যমে এসব তথ্য চেয়ে পাঠান।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।