ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ৫ শীর্ষ কর্মকর্তাকে অপসারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
ইসলামী ব্যাংকের ৫ শীর্ষ কর্মকর্তাকে অপসারণ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে পাঁচ শীর্ষ কর্মকর্তাকে অপসারণের অভিযোগ উঠেছে। তবে ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, তারা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

যাদের অপসারণ করা হয়েছে তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, আব্দুস সাদেক ভূঁইয়া, মোহাম্মদ মোহন মিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম।
 
ইসলামী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির ম্যানেজমেন্টে ১১ জন কর্মকর্তা ছিলেন।

এর মধ্যে এএমডি ও এসইভিপি পদত্যাগ করেছেন কয়েকদিন আগে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) পদত্যাগ করেছেন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক।
  
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা পর্ষদ চাপ সৃষ্টি করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। এসইভিপি ছাড়া বাকি সবার চুক্তির মেয়াদ ছিল এক বছর।
 
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলানিউজকে বলেন, পাঁচজনের পদত্যাগপত্র পেয়েছি। এদের মধ্যে দু’জন গত বৃহস্পতিবার (৩১ মার্চ) পদ্যত্যাগ করেছেন। বাকি তিনজন ৫ এপ্রিল। ম্যানেজিং লেভের এ পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়।  
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল, ৫, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।