ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবি-বিশ্বব্যাংকের কাছে সব তথ্য নেই: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এডিবি-বিশ্বব্যাংকের কাছে সব তথ্য নেই: পরিকল্পনামন্ত্রী ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের কাছে সব তথ্য নেই। তাদের কাছে মাত্র পাঁচ মাসের তথ্য রয়েছে। তাই তারা প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে জানায় এডিবি। আসলে বছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশের বেশি। 

বুধবার (১১ এপ্রিল) শেরেবাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

মন্ত্রী বলেন, জিডিপি নিয়ে আমরা যে ফিগারটা জানিয়েছি সেটাই সঠিক।

এ কাজে আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহায়তায় নিয়েছি।  

এডিবি-বিশ্বব্যাংকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিবিএস-এর কাছে যান। বিবিএস হচ্ছে ফাইনাল অথোরিটি। আমি বিশ্বস করি আমাদের তথ্যের ফিগার সঠিক। এডিবি ও বিশ্বব্যাংকের উচিত আমাদের তথ্য বিশ্বাস করা। তারা প্রথমে আমাদের কথা মানতে চান না, তবে বছর শেষে ঠিকই মানেন।  

মিট দ্যা প্রেসে আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মফিজুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জুয়েনা আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমআইএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।