ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করদাতাদের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
করদাতাদের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করা হবে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির সভা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: করদাতাদের জন্য কর দেওয়ার সঠিক পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় এ কথা জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এনবিআর ও এফবিসিসিআই’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় এনবিআর’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফবিসিসিআই’র সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতির আকার অনুসারে কর আদায়ের হার ১০ শতাংশের উপরে বাড়াতে পারিনি। তবে তার জন্যে আগামী বাজেটে উচ্চহারে কর আরোপের প্রয়োজন নেই। কর্পোরেট ট্যাক্সসহ আরও অন্যান্য খাতে কর প্রদানের ক্ষেত্রে সঠিক পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করাটাই হবে আমাদের মূল কাজ।

তিনি বলেন, বর্তমানে যে নীতিমালায় কর নেওয়া হচ্ছে সে অনুসারে সবাই কর প্রদান করলেই এ ক্ষেত্রে কোনো সংকট থাকবে না।

অর্থমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের মাধ্যমে আগামী বাজেটের আকার সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, মন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমাদের বাজেটে কর নির্ধারণ করা হবে।

তিনি বলেন, অনেকে মনে করেন এ বছর ৫ হাজার টাকা কর দিলে আগামী বছর হয়তো তা বেড়ে ১০ হাজারে দাঁড়াবে। কিন্তু তা কোনোভাবেই হবে না। সঠিকভাবেই কর আরোপ করা হবে। এখানে ভয়ের কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমএফআই/এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।